Sylhet Today 24 PRINT

লাহিনের নি:শর্ত মুক্তির দাবিতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০১৮

শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লাহিন চৌধুরীর নি:শর্ত মুক্তির দাবিতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

বুধবার (২০ মার্চ) বিকাল ৪টায় মিছিলটি নতুন বাজার থেকে শুরু হয়ে বালুচর পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়।

শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিনুক আহমদের সভাপতিত্বে ও টুলটিকর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির অন্যতম সদস্য দেওয়ান নিজাম খান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন, এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক বদরুল আজাদ রানা, মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ সোহেল, রাসেল আহমদ, জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহজাহান চৌধুরী, ল’কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরী, জেলা ছাত্রদলের সহঅর্থ সম্পাদক ইমরান আহমদ সেতু, জেলা ছাত্রদলের সহমানবাধিকার সম্পাদক আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা দিপু আহমদ, সৌরভ আহমদ শুভ, কুদ্দুছ আহমদ, ফারুক আহমদ, সুলতান আহমদ, জাকারিয়া আহমদ শিপন, মনোয়ার হোসেন, বিল্লাল আহমদ, শরিফ আহমদ, জাহেদ আহমদ, সাদেক হোসেন, হেলাল আহমদ, এমদাদ আহমদ, অপু, আশরাফুল, কামরুল, রিপন, অজয়, সজীব, ইমন, আল আমিন, আব্দুল্লাহ, শুভন, তোফায়েল, দেলোয়ার, ইকবাল, সুমন, সাইফুল, সাদ্দাম, বুরহান প্রমুখ।

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে মামলা প্রত্যাহার, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধান ও কেন্দ্রীয় বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এড. সামসুজ্জামান জামানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.