Sylhet Today 24 PRINT

সিলেটে শিক্ষকদের মতবিনিময় অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩১ মার্চ, ২০১৮

বাংলাদেশ নব জাতীয়করণকৃত ও বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে সিলেট বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যায় নগরীর তালতলাস্থ একটি হোটেলের কনফারেন্স হলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কামাল উদ্দিন।

সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক খুরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্ঠা তৌফিকুল ইসলাম বাবলু, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, সিলেট জেলা সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আবদুল মুকিত ও সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন ও সুনামগঞ্জ জেলা সভাপতি জহিরুল হক।
 
মতবিনিময় সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনের আগে বাদ পড়া ৭হাজার ২শত ২৩টি বিদ্যালয় জাতীয়করণ ঘোষণার দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.