Sylhet Today 24 PRINT

পুলিশ লাইন স্মৃতিস্তম্ভে মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের শ্রদ্ধাঞ্জলি

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৪ এপ্রিল, ২০১৮

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত সোনালী ব্যাংক তৎকালীন ন্যাশনাল ব্যাংকে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮জন পুলিশ সদস্যকে ক্রস ফায়ারে নির্মম ভাবে হত্যাকরে পাকিস্তানী বাহিনী। তাদের স্মরণে বুধবার (৪ এপ্রিল) সকালে সিলেট পুলিশ লাইন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।

এ ৮ পুলিশ সদস্যরা হলেন, হাবিলদার আব্দুর রাজ্জাক, কনস্টেবল মুক্তার আলী, শাহার আলী, আব্দুস সালাম, আব্দুস সামাদ, মো. হানিফ বেপারী, মনিরুজ্জামান, পরিতোষ কুমার কুণ্ড।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সিলেট মহানগর শাখার সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ, সহ কমান্ডার সুরুজ আলী, নীলকান্ত সিনহা, সদস্য এড. মুজিবুর রহমান, মো. মকবুল হোসেন, মো. গুলজার খান, হারুনুর রশিদ, সলিমুল্লাহ, মতিউর রহমান, অনিল তালুকদার, মন্তাজ মিয়, আব্দুর রহমান, টেনাইউল্লাহ আব্দুর রহিম, আরিফ আহমেদ প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.