Sylhet Today 24 PRINT

সিলেট বিবেক’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ এপ্রিল, ২০১৮

“জীবে জীবে হোক প্রেম-বন্ধন, সৃষ্ট হোক আনন্দলোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানব সেবা সংগঠন ‘সিলেট বিবেক’ এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৬ এপ্রিল) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে দুটি পর্বে অনুষ্ঠিত হয় এই প্রতিষ্ঠাবার্ষিকী।

সিলেট বিবেক এর সভাপতি বিজয় কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে ও সুস্মিতা চৌধুরী শাওনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম।
 
অনুষ্ঠানের ১ম পর্বে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন উইমেনস মেডিকেল কলেজ সিলেটের প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী।
 
অনুষ্ঠানের গুণীজন সম্মাননা পর্বে সম্মাননা প্রাপ্তদের মধ্য থেকে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সুজেয় শ্যাম, রাজনীতিবিদ ও সংগঠক মো. আরশ আলী, সিলেট বিবেক এর সাধারণ সম্পাদক সুব্রত দেব। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করছেন সিলেট বিবেক এর কার্যকরী কমিটির সদস্য নিরঞ্জন চন্দ্র চন্দ।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা প্রস্তুতি কমিটি আহ্বায়ক ও সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ সূত্রধর। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট বিবেক এর প্রধান সমন্বয়ক জলধীর রঞ্জন চৌধুরী।

এছাড়া আরো বক্তব্য রাখেন, সিলেট বিবেক এর দপ্তর ও প্রচার সম্পাদক চন্দন দাস, সিলেট বিবেক এর যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার দে, অধ্যাপক তপন কান্তি ধর, বিশিষ্ট সমাজসেবক বিমলেন্দু দে, বিনিত কুমার চক্রবর্তী, আইনজীবী পংকজ কুমার রায়, সাবেক সমন্বয়ক নীরেশ চন্দ্র দাস, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, এড. গোপাল চন্দ দত্ত, অধ্যক্ষ অরুন চন্দ্র দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.