Sylhet Today 24 PRINT

নগরীতে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ এপ্রিল, ২০১৮

সিলেট নগরীতে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় ২৪নং ওয়ার্ডের তেররতন এলাকায় এ উদ্বোধনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্র্যাক আরবান জেলা প্রতিনিধি বিভাষ তরফদারের সভাপতিত্বে ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেটর কবির হোসেন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালেহা কবির শেপী, ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীন, রোটারীয়ান বেলাল আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী হুমায়ুন কবির সুহিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্র্যাক এর জেলা প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ।

বাংলাদেশ সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়ন ও জাতিসংঘের টেকসই উন্নয়ন এর লক্ষ্যমাত্রা অর্জনে এই প্রকল্প কাজ করে যাচ্ছে।

হতদরিদ্র ও দরিদ্র পরিবারের মধ্যে আয়ভিত্তিক মূলক কাজে সহায়তা প্রদানসহ কমিউনিটি টয়লেট ও টিউবওয়েলের কাজ শুরু করা এবং ধৌত অংশীদারিত্বের মাধ্যমে সেবা প্রদান করাই হচ্ছে এই প্রোগ্রামের মূল কাজ। ব্র্যাক ও সিলেট সিটি করপোরেশন মূলত কার্যসম্পাদন করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.