Sylhet Today 24 PRINT

সিলেটে যুব মৈত্রীর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১১ এপ্রিল, ২০১৮

“রুটি, রুজি কাজ চাই, নইলে বেকার ভাতা চাই” এই স্লোগানকে সামনে রেখে বেকারত্ব, জঙ্গিবাদ, দুর্নীতি, মাদক ও বৈষম্যের বিরুদ্ধে বৃহত্তর যুব আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সিলেটে পালন করা হয়েছে বাংলাদেশ যুব মৈত্রীর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।  

সংঘটনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেলে সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
 
বাংলাদেশ যুব মৈত্রী সিলেট মহানগর কমিটির সহ সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এমএসএ মাছুম খানের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারী মুক্তি সংসদ সিলেট জেলা সভাপতি ও ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্দ্রাণী সেন শম্পা।
   
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মৈত্রী সিলেট মহানগর শাখার সহ সভাপতি লিয়াকত আলী, সহ সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খোকন, সিলেট জেলার সাধারণ সম্পাদক এমএ মহিত খান, মৃদুল সেন, ভিশন চন্দ্র দাস, সুবর্ণ শুভ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.