Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা গণদাবি পরিষদের মতবিনিময় সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০১৮

পহেলা বৈশাখ উপলক্ষ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ এপ্রিল) সোবহানীঘাটস্থ ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেটে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় দক্ষিণ সুরমা গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক কওছর হোসেনের সভাপতিত্বে ও সহসভাপতি কুদ্দুছ খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও হযরত শাহজালাল (রহ.) ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের ভাইস প্রেসিডেন্ট পংকি মিয়া জালালী।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বছর ঘুরে আসে বৈশাখ। বৈশাখ আমাদের জীবনে নতুন দিনের বার্তা নিয়ে আসে। আমরা সিলেট বিভাগ গণদাবি পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি।

এছাড়া বক্তারা মতবিনিময় সভায় দক্ষিণ সুরমায় একটি স্টেডিয়াম নির্মাণের দাবি জানান পাশাপাশি দক্ষিণ সুরমার চন্ডিপুল থেকে জলালপুর-গহরপুর পর্যন্ত রাস্তা সংস্কারের দাবি জানানো হয়।

এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সহসভাপতি শফিক মিয়া, নাহিদা আক্তার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, সহসাধারণ সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মাসুদ আহমদ, সহঅর্থ সম্পাদক বাচ্ছু মিয়া, প্রচার সম্পাদক সাফওয়ান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মক্তার মিয়া, মোত্তালিব মিয়া, মালেক মিয়া, দিপু আহমদ, টিপু আহমদ, জয়নাল আহমদ, দিলোওয়ার মিয়া, আওলাদ মিয়া, সংগঠনের উপদেষ্ঠা আলাউদ্দিন মেম্বার, এনামুল হক মো. ইকবাল, আবুল মিয়া, রাজা মিয়া, ইকবাল হোসেন, এলাহি মিয়া, শিপা বেগম, রাবেয়া বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.