Sylhet Today 24 PRINT

নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে জেলা সমাজসেবা কার্যালয়ের বর্ষবরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০১৮

পহেলা বৈশাখ উপলক্ষ্যে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাগবাড়িস্থ সমাজকল্যাণ কমপ্লেক্স প্রাঙ্গণে র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়।

শনিবার (১৪ এপ্রিল) অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি, সকাল সাড়ে ১০টায় শিশু পরিবারের সাংস্কৃতিক দল ও সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন-সংগীত শিল্পীবৃন্দের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, নিবাসী ও অতিথিদের জন্য খাবার।

এতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তার, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জেলা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ, বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আবদুর রফিক, জেলা পরিষদ সদস্য রওশন জেবিন রুবা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সালমা বাছিত, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ বর্মণ, শ্রমিক লীগ নেতা জাফর চৌধুরী, সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, জৈন্তাপুর উপজেলা সমাজসেবা অফিসার এ কে আজাদ ভূঁইয়া, প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ রফিকুল হক, ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আবু সাঈদ মিয়া, গোলাপগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার তানজিলা তাসনিম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.