Sylhet Today 24 PRINT

১১ দফা দাবি বাস্তবায়নে সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৮

সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের উদ্যোগে সিলেটবাসীর প্রাণের ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৬ এপ্রিল) দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদার রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদুর রহমান জুনুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, সংগঠনের উপদেষ্টামন্ডলীর সহসভাপতি ডা. হাবিবুর রহমান, হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. খালেদ মিয়া, লয়লুছ আহমদ চৌধুরী, সংগঠনের সিনিয়র সদস্য লাইলী বেগম, সিনিয়র সহসভাপতি মুন্নি ইসলাম তালুকদার, এম. এ মতিন বাদশা, মো. নূর মিয়া, সহসভাপতি সুরুজ আলী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল্লাহ আবু সাঈদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, শাবিপ্রবির অধ্যাপক সৈয়দ আশরাফুর রহমান, কবি অধ্যাপক সিরাজুল হক খান, কবি কামাল আহমদ, এডভোকেট আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসরাইল মিয়া, মুহিবুর রহমান তালুকদার, নাজিম, আমিন উদ্দিন তালুকদার প্রমুখ সহ পরিষদের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভাষা সৈনিকদের রাষ্ট্রীয়ভাবে তালিকা করতে হবে। সিলেটে আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র স্থাপন করতে হবে।

সিলেটে সাংবাদিকদের ট্রেনিং সেন্টার স্থাপন, শ্রম আদালত স্থাপন এবং হাইকোর্ট বেঞ্চ পুনরায় স্থাপনের দাবি জানান তাঁরা। সিলেটে ট্রেভেলিং ট্রেনিং সেন্টার, দক্ষিণ সুরমা উপজেলাকে পৌরসভায় রূপান্তর, চন্ডিপুল থেকে সিলাম-জালালপুর-সুলতানপুর-বালাগঞ্জ রোড জরুরী ভিত্তিতে মেরামত, সিলেট শহরের বাসা-বাড়ীতে গ্যাস সংযোগ প্রদান, দক্ষিণ সুরমা, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, বিশ্বনাথে আবাসিক গ্যাস সংযোগ প্রদানের জোর দাবি জানান বক্তারা।

সিলেটের প্রতিটি সরকারি ও আধা সরকারি অফিসে স্থানীয় লোক নিয়োগ, চা প্রশাসনিক সদর দপ্তর সিলেট স্থাপন, সিলেটে ট্রেনের বেহাল অবস্থার উন্নয়নের পাশাপাশি সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম বিরতিহীন ট্রেন চালু করতে হবে, ডেসটিনির মালিক রফিকুল আমিন সিলেট সহ সারাদেশের বিধবা মহিলা, এতিম, নিরীহ গরীবের প্রায় ৩২ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই টাকা উদ্ধার করে তা বিতরণের ব্যবস্থা করা, গরীব জনগণের স্বাস্থ্যসেবা সহজে পাওয়ার লক্ষ্যে ডাক্তারের প্রাইভেট চেম্বারের ভিজিট ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে রাখার দাবিও জানান হয়।

বক্তারা সিলেটে বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবি করে বাংলাদেশকে পুরোপুরি রাজাকার মুক্ত করার লক্ষ্যে রাজাকার পরিবার চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধন শেষে সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদার রাজু’র সিলেটবাসীর প্রাণের ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি সিলেটের জেলা প্রশাসক নূমেরী জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.