Sylhet Today 24 PRINT

‘দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য’

সিলেটে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২১ এপ্রিল, ২০১৮

সিলেটে সাংবাদিকতা বিষয়ক তিনদিনের কর্মশালার দ্বিতীয় দিন শুক্রবার (২০ এপ্রিল) অতিবাহিত হয়েছে।

কর্মশালায় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে প্রশিক্ষকরা বলেছেন, বর্তমান যুগে দায়িত্বশীল সাংবাদিকতা ছাড়া গতি নেই। এটা অপরিহার্য। যত দিন যাচ্ছে ততই সবকিছু যেমন সহজ হচ্ছে তেমনি চ্যালেঞ্জও বাড়ছে। ইচ্ছে করলেই দায়সারা সংবাদ প্রকাশ করার সুযোগ নেই। আর করলেও তা পাঠক সমাজে সমাদৃত হবেনা।

জেলা পরিষদ মিলনায়তনের সভাকক্ষে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন সিলেট আয়োজিত কর্মশালার দ্বিতীয় দিনে ৩২ ধারা এবং সাংবাদিকতায় লেখাপড়া বিষয়ে পৃথক সেশনে অংশ নেন দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আব্দুল কাদের তাপাদার ও দৈনিক সমকাল সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী।

প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক মুকিত রহমানীর পরিচালনায় বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেন সংগঠনের সভাপতি ফয়সল আহমদ বাবলু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমাদের অর্থনীতির সিলেট ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী প্রমুখ। কর্মশালায় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার ৩০জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।

এদিকে আজ শনিবার সমাপনী দিনে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা অংশ নেবেন সিলেটের সিনিয়র সাংবাদিকরা। কর্মশালা শেষে বেলা ২ টায় অংশগ্রহন কারীদের মধ্যে সনদ বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.