Sylhet Today 24 PRINT

মাতৃদুগ্ধ বিকল্প ও শিশু খাদ্য আইন-২০১৩ অবহিতকরণ সভা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০১৮

মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন-২০১৩ বিধিমালা ২০১৭ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে নগরীর আলমপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালকের কার্যালয় হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন আয়োজিত এনএনএসের সহযোগিতায় এবং সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মো. কুতুব উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জাকারিয়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক তাহমিনা বেগম প্রমুখ।

কর্মশালায় বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার এম আহমদ আলী, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার খালেদ আহমদ, জাতীয় ইমাম সমিতির সিলেটের সভাপতি হাবিব আহমদ সিহাব, ডা. আঞ্জুমানারা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন-জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কনসালটেন্ট সুদীপ্ত পুরকায়স্থ।

বক্তারা বলেন, মাতৃদুগ্ধের বিকল্প নেই। মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। শিশুদের বুকের দুধ খাওয়ালে ব্রেস্ট ক্যান্সার সহ নানা রোগ প্রতিরোধ হয়। এজন্যে বিকল্প দুধের বিজ্ঞাপন প্রচার রোধ করতে হবে। মোবাইল কোর্টসহ বিভিন্ন কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রচলিত আইনের প্রয়োগ কার্যকর করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। ৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধ পান করাতে হবে এবং সুস্থ সবল দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.