Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটি’র ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষা সফর অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৪ মে, ২০১৮

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি’র ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ব্যবস্থাপনায় এক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ মে) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ সেন্টারে এ শিক্ষা সফরে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগীয় প্রধান ড. ওয়াহিদুজ্জামানসহ সকল শিক্ষার্থীরা যোগদান করেন।

এসময় বিভাগীয় প্রধান ড. ওয়াহিদুজ্জামান বলেন, ব্যাবহারিক শিক্ষা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। যা আমাদের বেশি সংখ্যক শিক্ষার্থীদের হসপিটালিটি ম্যানেজমেন্ট সম্পর্কিত খণ্ডকালীন চাকুরীর সু-ব্যবস্থা করে থাকে।

এ শিক্ষা সফরের মূল স্লোগান হচ্ছে ‘উপার্জন মাধ্যমে শিক্ষা’। যা স্ব-নির্ভর ছাত্রদের মূল নীতিমালা বিকাশ করে।

এসময় হসপিটালিটি ইন্ডাস্ট্রির সম্ভাবনা সম্পর্কে হোটেল গ্র্যান্ড সুলতানের হিউম্যান রিসোর্স ম্যানেজার মাহমুদ-উল দিশারী বলেন,  এটি একটি শিল্প সফর। আর ব্যবহারিক শিক্ষাই হচ্ছে আমাদের মূল থিম। এছাড়াও মাহমুদ-উল দিশারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো অনেক কিছুই বলেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.