সিলেটটুডে ডেস্ক | ০৭ মে, ২০১৮
সিলেট নগরীর তালতলায় ফিজা এন্ড কোং শাখার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ মে) সকাল ১১টায় ফিতা কেটে শাখার শুভ উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. মাহফুজুর রহমান, সদস্য এড. আজমল আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছর আজিজ, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. নাবেদ হোসেন, সিবিএ সোনালী ব্যাংক নেতা আতাউর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, জেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দিলাল, সদস্য তজব আলী, সদস্য আব্দুল ওয়াহিদ লেইছ, রইছ উদ্দিন রায়হান, জিয়া উদ্দিন প্রমুখ।