Sylhet Today 24 PRINT

সিলেটে এসএমই খাতে বিনিয়োগ শীর্ষক মতবিনিময় সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০১৮

বাংলাদেশ ব্যাংক সিলেট এর নির্বাহী পরিচালক মো. শাহ আলম বলেছেন, জাতীয় অর্থনীতির জীবনীশক্তি এসএমই খাত। এই খাতের বিরাজমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নতুন উদ্যোক্তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এজন্য ব্যাংকারদেরকে সঠিক এবং গুরুত্ব সহকারে প্রকৃত উদ্যোক্তাদেরকে ঋণ প্রদান করতে হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির স্বার্থে ব্যাংকারদেরকে অবশ্যই সেইসব উদ্যোক্তা নির্বাচন করতে হবে, যারা সত্যিকার উন্নয়ন চায় এবং ব্যাংকের ঋণের টাকা ফিরিয়ে দেওয়ার মানসিকতা রাখে এবং এর মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে ভূমিকা রাখতে হবে।

বুধবার (১৬ মে) ব্যাংকের সম্মেলন কক্ষে এসএমই স্পেশাল এন্ড প্রোগ্রামস ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক, সিলেট আয়োজিত এসএমই খাতে বিনিয়োগ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, সিলেট এর মহাব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন এবং সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায়।

বাংলাদেশ ব্যাংক, সিলেট এর যুগ্ম পরিচালক মোজতবা রুম্মান চৌধুরীর সঞ্চালনায় সভায় সিলেটের বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। সভায় প্রজেক্টের মাধ্যমে এসএমই খাতে বিনিয়োগের সামগ্রিক চিত্র তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক, সিলেট এর এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক শামীমা নার্গিস এবং মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক রিয়াদুল ইসলাম, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জিয়াউল হক চৌধুরী, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভানেত্রী স্বর্ণলতা রায়, বিসিক এর উপমহাব্যবস্থাপক মহসিন কবির খান, যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট এর উপপরিচালক মো. আলাউদ্দিন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার, নাসিব এর সভাপতি মুক্তিযোদ্ধা মহিদুল ইসলাম, সোনালী ব্যাংকের এজিএম দিলীপ কুমার রায়, এবি কৃষি প্রকল্পের প্রতিষ্ঠাতা আব্দুল বাছিত সেলিম, আবুল মেসার্স এন্ড ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী মো. আবুল মিয়া, আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের সেইল্স টিম ম্যানেজার আবুল খায়ের, উদ্যোক্তা হরেন্দ্র দাশ।

মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংক, সিলেট এর উপমহাব্যবস্থাপক জুলফিকার মসুদ চৌধুরী, মো. হারুনুর রশীদ, মো. আব্দুল হাছিব, স্বরুপ কুমার চৌধুরী, যুগ্ম পরিচালক মতিউর রহমান সরকার, মো. জাবেদ আহমদ, হুমায়ুন এ কে চৌধুরী, উপপরিচালক ড. শিরীন আক্তার, রত্নেশ্বর ভট্টাচার্য, সমীরণ দাস, তাসবীরা হকসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া সভাপতির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ব্যাংকারদেরকে সঠিক উদ্যোক্তাদের ঋণ প্রদানের মাধ্যমে দেশের ইকোনমিতে ভ্যালু এড করার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.