Sylhet Today 24 PRINT

একাত্তরের রমজান গণহত্যা ও নির্যাতন গ্রন্থের পাঠচক্র অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৩ জুন, ২০১৮

১৯৭১ সালে পবিত্র রমজান মাসে পাক বাহিনী কর্তৃক ধর্মের নামে বাংলাদেশে গণহত্যা, ধর্ষণ ও অগ্নি সংযোগে উপর গবেষণা ধর্মী গ্রন্থ ‘‘একাত্তরের রমজান গণহত্যা ও নির্যাতন’’ এর ওপর মঙ্গলবার (১২ জুন) বিকেলে ইষ্ট লন্ডনের এসএ টিভি কার্যালয়ে  বিশ্ব বাংলা ফাউন্ডেশন পাঠচক্র ও আলোচনা সভার আয়োজন করে।

বিশ্ব বাংলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাংবাদিক গবেষক আনসার আহমেদ উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায়  গ্রন্থ থেকে অংশ বিশেষ পাঠ করেন সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী- গবেষক ও লেখক মাহমুদ এ রুউফ, গ্রন্থের উপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন মানবাধিকার কর্মী সাবেক কাউন্সিলার সোনাহর আলী, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহসভাপতি হোসনেয়ারা মতিন, সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক সাংবাদিক মোসলেহ উদ্দিন আহমদ, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খান, সেভেন মার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক কাউন্সিলার নুরুদ্দিন আহমদ, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম লন্ডনের সভাপতি বাতিরুল হক সরদার, সাংবাদিক হামিদ মোহাম্মদ, সাংবাদিক হেফাজুল করীম রাকিব ও গ্রন্থের লেখক আরাফাত তানিম।

বক্তারা বলেন এই গ্রন্থটি আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি অনন্য দলিল, মুক্তিযুদ্ধের উপর আরো বহু গ্রন্থ রচিত হলেও এই গ্রন্থে লেখক শুধু পবিত্র রমজান মাসে দেশব্যাপী গণহত্যার একটি চিত্র সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এর মাধ্যমে যেমন উঠে এসেছে গণহত্যার সার্বিক চিত্র সেই সাথে ধর্মের নামে পাক বাহিনীর নিষ্ঠুরতার চিত্রও।

১৮৪ পৃষ্ঠার এই গ্রন্থের ভূমিকা লিখেছেন অধ্যাপক জাফর ইকবাল ও অমর একুশে গানের রচয়িতা প্রবীণ সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী।

মোট ২০টি অধ্যায়ে লেখক গণহত্যার চিত্র তুলে ধরেছেন সেই সাথে ব্যবহার করেছেন ৫৭৩টি রেফারেন্স।

আলোচনা সভার শেষ পর্বে  বিশ্ব বাংলার পক্ষ থেকে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলের। ইফতার মাহফিলে লন্ডনের বাঙ্গালী কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.