Sylhet Today 24 PRINT

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আলোকিত পাঠশালায় ফল উৎসব

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০১৮

শনিবার দুপুর ১২ টায় সিলেটের বালুচরস্থ ছড়ারপারে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল আলোকিত পাঠশালায় হয়ে গেল মৌসুমি ফল উৎসব-২০১৮।

স্কুলের প্রায় ৩০ জন শিশুদের আম, আনারস, আপেল, লিচু হ অন্যান্য ফল খাইয়ে তাদের পরিবারের জন্যে আলাদা আলাদা করে প্রদান করা হয়।

আলোকিত পাঠশালা বিভিন্নসময়ে বাচ্চাদের বই-খাতা, ইফতার, ঈদের পোশাক  বিতরণের আয়োজন করে। তারই ধারাবাহিতায় প্রতি বছরের ন্যায় এবারো আয়োজন করে ফল উৎসবের।

আয়োজকরা জানান, সমাজের সাধারণ শিশুরা পরিবারে বিভিন্নভাবে মৌসুমি ফল খাওয়ার সুযোগ পেলেও, সুবিধাবঞ্চিত শিশু বা পথশিশুরা অনেক ক্ষেত্রেই সেই সুযোগ থেকে বঞ্চিত হয়,এতে করে তাদের শারীরিক পুষ্টিগুণ বাকি থেকে যায়।এমন বিষয় চিন্তা করেই আলোকিত পাঠশালার বাচ্চাদের ২/১ জন স্পন্সরের সাথে আলাপ করলে তারা এগিয়ে আসায় সম্ভব হয় এমন আয়োজন।

ফল উৎসবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য নিশাত শাহরিয়ার ও শবনম জেবি, পৃষ্টপোষক আবুল খায়ের নোমান, প্রতিষ্ঠাকালীন সদস্য আবু বকর আল আমিন, ভলান্টিয়ার কাজী সাবিলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.