Sylhet Today 24 PRINT

‘মুক্তি সংগ্রামের জয়যাত্রা অব্যাহত রাখতে হবে’

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩০ জুন, ২০১৮

মুক্তিসংগ্রামের ধারক ও বাহক হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের ১২৩ তম পাঠচক্র শুক্রবার (২৯ জুন) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের নির্বাহী পরিচালক তাজ উদ্দিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল।

এসময় সিলেটের যুদ্ধকথা বই থেকে ১২৩ তম পাঠ কার্যক্রম পরিচালনা করেন মামুন আহমদ।

পাঠ পরবর্তী প্রতিক্রিয়ায় রুহুল আলম চৌধুরী উজ্জ্বল বলেন, ইতিহাস ও তথ্য বিকৃতি রোধে আমাদের প্রত্যেকে সজাগ ও সচেতন থাকতে হবে। মুক্তি সংগ্রামের স্বপক্ষের অগ্রযাত্রা সমুন্নত রাখতে আমাদের প্রত্যেক দেশপ্রেমিক নাগরিককে স্বাধীনতার পক্ষের শক্তিকে সর্বস্তরে বিজয়ী করে আনতে হবে।

এসময় আরও বক্তব্য দেন কামরুল হোসেন আল-আমিন, এম. মাহমুদ আলী, কবি নাজমুল ইসলাম,আল-আমিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.