Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে ধলাই সেতু রক্ষার দাবিতে মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ জুলাই, ২০১৮

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই সেতু ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে ও নদীতে অবাধে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুলাই) ধলাই সেতুর উপর এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কোম্পানীগঞ্জে ধলাই নদীতে কথিত ব্যক্তি বালুমহাল ইজারা নিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে বালু উত্তোলন করছেন। এতে দীর্ঘতম ধলাই সেতু হুমকির মুখে পড়ে আছে। এখন বর্ষা মৌসুম চলছে। এ সময় মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা হওয়ায় আরও বিপদজনক অবস্থায় রয়েছে এ সেতুটি। কোম্পানীগঞ্জবাসীর স্বপ্নের এ সেতু ভেঙ্গে গেলে উপজেলাবাসীর যাতায়াতের পথ বন্ধ হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। চরম ভোগান্তিতে পড়বে শিক্ষার্থীরা। স্বাস্থ্যসেবা সহ সব ধরণের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেনা তারা। তাই অবিলম্বে অবাধে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ধলাই সেতু রক্ষার্থে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী আলী আমজদ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল মিয়া, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাব উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলিম উদ্দিন, যুবলীগ নেতা রফিক আহমদ, সিলেট জেলা অটোরিক্সা আম্বরখানা-সালুটিকর শাখার দয়ার বাজার স্টপিজের সভাপতি বিল্লাল আহমদ, ডা. খোকন রঞ্জন দে, দয়ারবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজন মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি জয়নুল আবেদীন জনি, মানবাধিকার কর্মী বিজিত রঞ্জন মোহন্ত, চুনাপাথর আমদানীকারক ব্যবসায়ী আঙ্গুর মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার চৌধুরী, শওকত উদ্দিন বাবুল, উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম নোমান, ইউপি সদস্য আরাফাত আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল্লাহ, সমাজসেবী ছয়দুর রহমান, জৈন উদ্দিন, আমিরুল ইসলাম, টুকেরগাও আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.