Sylhet Today 24 PRINT

অর্ধবেলা ছুটির দাবিতে সিলেটে সেলুন কর্মচারীদের বিক্ষোভ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৩ জুলাই, ২০১৮

সিলেট সদর ও মহানগর সেলুন কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে সপ্তাহের শুক্রবার অর্ধবেলা ছুটির দাবিতে সেলুন কর্মচারীগণ সিলেট সিটি করপোরেশনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন।

শুক্রবার (১৩ জুলাই) বিকেলে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে এক পথ সভায় মিলিত হয়।

শ্রমিক নেতা রঞ্জয় শীলের সভাপতিত্বে ও নয়ন দাসের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিপ্লব দাস, অলক দাস, লিটন শীল, রাজকুমার দাস, অল্বব শীল, ছানি সরকার, বিষ্ণ বিশ্বাস, রতন কর, বিপ্লব দাস, শামীম কর, জয়দেব কর, কাজল বিশ্বাস, শিপন দাস, রনজিত সরকার, নিতাই দাস, বিষ্ণু দাস, হরি দাস, গৌরাঙ্গ দাস, সাগর দাস, আকাশ দাস, উজ্জল বিশ্বাস, অভি দাস, বিপ্লব দাস, হরিধন দাস, রুবেল দাস, বিকাশ দাস, পরিমল শীল, শিপন দাস, নিতাই শীল, শামীম আহমদ প্রমুখ।

সভায় সেলুন কর্মচারীবৃন্দ বলেন, শ্রমিক আইনে সপ্তাহে এক দিন ছুটি থাকলেও আমাদের বেলায় তা বাস্তবায়িত হয়নি। সেলুন মালিকগণের ব্যবসার স্বার্থে সপ্তাহের প্রতি শুক্রবার অর্ধবেলা ছুটি কার্যকর করার জন্য সেলুন মালিকদের নিকট জোর দাবি জানান।

কর্মচারীদের প্রাণের এই দাবি মানা না হলে আগামীতে কর্মচারীবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.