Sylhet Today 24 PRINT

সিলেটে যাত্রাপালায় অভিনয়ে আগ্রহীদের নাম নিবন্ধন চলছে

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ জুলাই, ২০১৮

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে স্বল্পদৈর্ঘ্য দেশীয় যাত্রাপালা মঞ্চায়ন কর্মসূচির অংশ হিসেবে যাত্রাপালা “নবাব সিরাজউদ্দৌলা” সিলেটে মঞ্চায়ন করা হবে। এরই প্রেক্ষিতে যাত্রাপালায় অংশগ্রহণে আগ্রহী সিলেট জেলার প্রতিশ্রুতিশীল ও অভিজ্ঞ যাত্রা/নাট্যশিল্পীদের নাম নিবন্ধন করার আহবান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে আব্দুস ছামাদের রচনায় ও জনাব ভবতোষ রায় বর্মণের নির্দেশনায় এ নাটকটি মঞ্চায়ন হবে। পরবর্তীতে জাতীয়ভাবে ঢাকায় আয়োজিত যাত্রা উৎসবে এই প্রযোজনাটি মঞ্চায়িত হবে।

যাত্রাপালায় অংশগ্রহণে আগ্রহী সিলেট জেলার প্রতিশ্রুতিশীল ও অভিজ্ঞ যাত্রা/নাট্যশিল্পীদের ৫ আগস্ট বিকাল ৫টার মধ্যে পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে উপস্থিত হয়ে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.