Sylhet Today 24 PRINT

শোক দিবস উপলক্ষে সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ আগস্ট, ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের আলোচনা সভা ও সিলেটে ২৩টি চা বাগানের নবনির্বাচিত পঞ্চায়েত কমিটির এপ্রুভাল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বি-৭৭ সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতির রাজু গোয়ালার সভাপতিত্বে ও বিক্রম রায়ের পরিচালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, এ সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। পূর্বের তুলনায় এখন আর চা শ্রমিকরা অবহেলিত নয়। শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ চা শ্রমিকদের মৌলিক অধিকার বাস্তবায়নে এ সরকার বদ্ধপরিকর। তাই আগামীতে চা শ্রমিকদের উন্নয়নে এ সরকারকে আবারও ক্ষমতার আনার আহ্বান জানান তিনি।

সিলেটে ২৩টি বাগানের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন সিতু লোহার, শ্রী নিরঞ্জন গোয়ালা, রঞ্জন নায়েক, জিতেন সবর, মর্ধন গঞ্জু, মতুন্দ দাস, নিখিল দাস, বিনেশ বাড়াউক, অরুন হাউধা, সমর সিং, শ্যামা চরণ, চৈতন্য মুদি, বিলাস ব্যানার্জি, মন চাষি, মৃত্যুঞ্জয় কুর্মী, রনজিত, সুমন কালনী, লবিন, মুদু, সুবাস লায়েক, নগেন্দ্র গোত্র, সোহেল, নিরঞ্জন, শুকুর আলী, সিপন মুড়া, নবেন গোয়ালা, শাহজাহান, লুকেশ কুর্শি, সুনীল মুদি, মহানন্দ প্রমুখ।

এছাড়াও সিলেটে ২৩টি বাগানের কর্মকর্তা কর্মচারী ও পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বাগানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.