Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে বিভিন্ন পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ আগস্ট, ২০১৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ আগস্ট) বিকেলে জিন্দাবাজরস্থ ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ৭ম তলায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
বঞ্চিত শিশু কিশোর অধিকার পরিষদের সভাপতি যাদুশিল্পী মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, ভাটি বাংলার উন্নয়ন পরিষদের সভাপতি সুরঞ্জিত বর্মণ, সম্মিলিত নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক ফাইয়াজ হোসেন ফরহাদ, হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ মিয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মো. ইউসুফ সেলু, সুদীপ বৈদ্য, জামালগঞ্জ সমিতির যুগ্ম আহ্বায়ক বাদল পুরকায়স্থ, বদরুল আলম, নুরুল ইসলাম গাজী, ব্যবসায়ী মধু মিয়া। দোয়া পরিচালনা করেন ছাত্র হাফিজ মো. নুরুজ্জামান রাসেল।

বক্তব্য রাখেন মো. আনোয়ার হোসেন, হাকীম ছাদউল্লাহ বাচ্চু, এডভোকেট বাবলু ভৌমিক, আশিকুর রহমান রব্বানী প্রমুখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.