Sylhet Today 24 PRINT

রাজনগরে মৌলভীবাজার সমিতি সিলেটের ফ্রি মেডিকেল ক্যাম্প

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন মৌলভীবাজার সমিতি সিলেট এর উদ্যোগে রাজনগর উপজেলায় সিলেটের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩১ আগস্ট) রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের করাইয়া হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প পূর্ব আলোচনা সভায় সমিতির সভাপতি দেওয়ান তৌফিক মজিদ লায়েকের সভাপতিত্বে এবং ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সমিতির কার্যকরী সদস্য কমরেড সিকান্দর আলীর পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. আজিজুর রহমান, সমিতির সহসভাপতি প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, সাধারণ সম্পাদক মো. রুস্তম খান, আজীবন সদস্য ডা. মামুন পারভেজ, ডা. কামরুল ইসলাম শিপু, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতাকারী মো. আব্দুর রব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. এ.কে.এম জিল্লুল হক, ডা. তৌহিদুল হক এমদাদ, সমিতির যুগ্ম সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, অর্থ সম্পাদক মো. আলীম উদ্দিন মান্নান, মহিলা সম্পাদক শামীম আরা বেগম বেবী, সদস্য আমিরুল ইসলাম সাহেদ, সমাজসেবক আব্দুল মন্নাফ ও মিজানুর রহমান মিস্টার প্রমুখ।

অনুষ্ঠান চলাকালীন সময়ে কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক সেলিম ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠানে স্থানীয় একদল স্বেচ্ছাসেবক বাহিনী রোগীদের শৃঙ্খলায় নিরলস দায়িত্ব পালন করায় সমিতির সভাপতি দেওয়ান তৌফিক মজিদ লায়েক ও সাধারণ সম্পাদক মো. রুস্তম খান এবং ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহবায়ক কমরেড সিকান্দর আলী আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সিলেটের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় ৪ শতাধিক রোগীকে ফ্রি স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.