Sylhet Today 24 PRINT

‘পাঠ্যপুস্তকে বঙ্গবীর ওসমানীর জীবনী লিপিবদ্ধ করতে হবে’

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

বঙ্গবীর ওসমানীর জন্ম না হলে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্যরকম হতে পারত। ওসমানীর জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। পাঠ্যপুস্তকে ওসমানীর জীবনী লিপিবদ্ধ করতে হবে। বঙ্গবীর ওসমানীর নাম বাংলার ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। সিলেটে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় ওসমানীর নামে করতে হবে।

রোববার (২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ইলেকট্রিক সাপ্লাইস্থ একটি কমিউনিটি সেন্টারে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল আতাউর গনি ওসমানীর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুরমা বয়েজ ক্লাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় জনতা পার্টি সিলেট জেলার সভাপতি এডভোকেট আব্দুল মতিন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ন্যাপের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা ভিপি এম.এ মতিন, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় চেয়ারম্যান ১১নং সেক্টরের কোম্পানি কমান্ডার অধ্যাপক শেখ মো. আব্দুস সোবহান, দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় মহাসচিব জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ যুগ্ম সম্পাদক, সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের কমিটির সভাপতি মো. আব্দুল মালিক, জাতীয় জনতা জেলা পার্টির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, বৃহত্তর আম্বরখানা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গুলজার আহমদ, ক্লাবের সিনিয়র সদস্য গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, সুরমা বয়েজ ক্লাবের যুগ্ম সম্পাদক রেজওয়ান আহমদ, প্রচার সম্পাদক আব্দুল ওদুদ সোহাগ, কয়েছ আহমদ দারা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.