Sylhet Today 24 PRINT

রাজু হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে উপশহরে ছাত্রদলের মিছিল

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট মহানগর ছাত্রদলের সহপ্রচার সম্পাদক ফয়জুল হক রাজুর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে মিছিলটি শিবগঞ্জ পয়েন্ট থেকে শুরু হয়ে উপশহর পয়েন্টে এসে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সিলেট ল কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে সিলেট মহানগর ছাত্রদলের ছাত্রদলের পাঠাগার সম্পাদক আজহার আলী অনিক ও জেলা ছাত্রদলের সদস্য মিজান রহমানের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন, সমর আলী, সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম(পদত্যাগী), সহসভাপতি মাসরুর রাসেল (পদত্যাগী), সহসভাপতি সুহেল রানা (পদত্যাগী), যুগ্ম সম্পাদক সুহেল ইবনে রাজা (পদত্যাগী), ইমরুল হোসেন হিমেল, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরান আহমেদ, রানা আহমদ রুস্তম, বাবুল আহমদ, এমসি বিদ্যালয় ছাত্রদলের আহবায়ক বদরুল আজাদ রানা, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান (পদত্যাগী), সেলিম মিয়া, সুলতান আহমদ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, সাহাজান মিয়া, শাকিব আহমদ, আতাউর রহমান, রনি আহমদ, সুমিন আহমদ, আসাদ আহমদ, মিজান আহমদ, মোস্তাকুর রহমান পাপ্পু, রাসেল আহমদ, এসএ রিপন, নায়েফ খাঁ, আলী বাহার, সেলিম আহমদ, এআর রাসেল, কামিল আহমদ, সালমান ফার্সি, সাহাবউদ্দিন, হারুন আহমদ, মোস্তাক আহমদ, রামিম হোসেন, দীপ ঘোষ, শাহরিয়ার আহমদ, মুস্তাক আহমদ, জুয়েল আহমদ, সানি আহমদ প্রমুখ।

সভায় বক্তারা রাজুর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান। বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের আশু রোগমুক্তি কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.