Sylhet Today 24 PRINT

ইউনিটি স্ট্রং মানব কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

সবুজ শ্যামল সুন্দর স্বচ্ছ পৃথিবীর অঙ্গীকার ও প্রতিশ্রুতি নিয়ে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইউনিটি স্ট্রং মানব কল্যাণ পরিষদ।

শনিবার (৮ সেপ্টেম্বর) বিকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়, জামেয়া ইসলামিয়া দারুল কোরআন জলসি ও জামেয়া ইসলামিয়া পঞ্চগ্রাম সুনাপুর মাদ্রাসায় বৃক্ষরোপণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

ইউনিটি স্ট্রং মানব কল্যাণ পরিষদের সভাপতি মো. আজাদ গনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজমল হোসাইনের পরিচালনায় পৃথক পৃথক বৃক্ষরোপণ অভিযানে উপস্থিত ছিলেন হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার রফিজ আলী, পান্ডারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফতেফুল ইসলাম, পরিষদের উপদেষ্টা ও পান্ডারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন, হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আব্দুল মানিক, আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর, ১নং ওয়ার্ড মেম্বার আরফান আলী, আওয়ামী লীগ নেতা ডাক্তার আব্দুছ ছোবহান, আব্দুল আজিজ।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক নুরুল হক, প্রচার সম্পাদক রিয়াজ উদ্দীন, আন্তর্জাতিক সম্পাদক মর্তুজ আলী, ক্রীড়া সম্পাদক নোমান আহমদ, সহসাধারণ সম্পাদক নজির আহমদ, সহঅর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী মাসুম, জাহাঙ্গীর আলম, জহুর উদ্দীন প্রমুখ।

বৃক্ষরোপণ শেষে সংগঠনের সভাপতি মো. আজাদ গণী বলেন, মানব জীবনের প্রতিটি অংশে বৃক্ষের অবদান অনস্বীকার্য। বৃক্ষ অক্সিজেন দেয়, কার্বন ড্রাই অক্সাইড গ্রহণ করে। বৃক্ষ আমাদের পরিবেশকে রক্ষা করে, প্রাকৃতিক সৌন্দর্য্য বৃদ্ধি করে। তাই পরিবেশকে সবুজ ও শান্তিপূর্ণ করে রাখতে বৃক্ষরোপনের বিকল্প নেই।

সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণসহ সামাজিক উন্নয়নমূলক কাজ সব সময় অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.