Sylhet Today 24 PRINT

ছাতকে আনসার ভিডিপি’র সনদ ও নগদ অর্থ প্রদান

ছাতক প্রতিনিধি |  ০৯ সেপ্টেম্বর, ২০১৮

ছাতকে আনসার ভিডিপি’র দশ দিনের মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ ও নগদ ৫শ’ টাকার শেয়ারসহ মোট ১৫শ’ টাকা করে ভাতা প্রদান করা হয়েছে।

রোববার (৯ সেপ্টেম্বর) উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও ইবতেদায়ী মাদরাসায় ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরে মধ্যে এসব সনদ ও ভাতা প্রদান করা হয়।

এসময় কালারুকা ইউনিয়ন আনসার ভিডিপি’র দলনেতা ফারুক আহমদের পক্ষ থেকে প্রত্যেক সদস্য-সদস্যাদের মধ্য একটি করে ৬৪ জনকে ও মাদ্রাসায় রোপণের জন্য ৫টি গাছের চারা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি’র কর্মকর্তা তামিম আল জামান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি’র প্রশিক্ষক মঈন উদ্দিন সাইফুল, মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আউয়াল, সাবেক ওয়ার্ড সদস্য মুহিবুর রহমান মুহিব, দক্ষিণ খুরমা ইউনিয়ন দলনেতা কামাল হোসেন, দলনেত্রী সামিয়া বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.