Sylhet Today 24 PRINT

ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩১তম আবির্ভাব তিথি উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩১তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সিলেট নগরীর করের পাড়াস্থ শ্রীহট্ট সৎসঙ্গ বিহারে মঙ্গলবার ( ১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৫:৫৪ মিনিটে সমবেত বিনতি প্রার্থনা, সন্ধ্যা ৬:২০ মিনিটে ধর্মসভা অনুষ্ঠিত হয়।

রামকৃষ্ণ ভট্টাচার্যের (এস.পি.আর.) সভাপতিত্বে ও মনোজ কান্তি দাস চৌধুরীর সঞ্চালনায় ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক নৃপেন্দ্র চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীহট্ট সৎসঙ্গ বিহারের ইনচার্জ অধ্যাপক আশুতোষ দাস (এস.পি.আর.)।

ধর্মসভার আলোচ্য বিষয় ছিলো- "শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবন ও বাণী"। তৎপর তুমুল কীর্তন ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.