Sylhet Today 24 PRINT

জাপা নেতা আবুল কাশেম মন্টুর মৃত্যুবার্ষিকী পালন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ সেপ্টেম্বর, ২০১৮

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আবুল কাশেম মন্টুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিলো আজ বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর)। ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর বিকেল ৫টায় তিনি সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। পরদিন ২১ সেপ্টেম্বর দক্ষিণ সুরমার কুচাই গ্রামের পারিবারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বৃহস্পতিবার তাঁর মৃত্যুদিবস উপলক্ষ্যে নিজ  বাড়িতে কুরআন খতম, দুআ মাহফিল ও শিরণি বিতরণ করা হয়েছে।

সৈয়দ আবুল কাশেম মন্টু জাতীয় পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় পার্টি করেছেন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা জাপার তিবারের সাধারণ সম্পাদক, একবারের সিনিয়র সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। ছাত্র ইউনিয়নের রাজনীতি থেকে ওঠে আসা সৈয়দ আবুল কাশেম মন্টু ছাত্র ইউনিয়নের সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী। দীর্ঘদিন ঐতিহ্যবাহী ইছরাব আলী হাই স্কুল ও কলেজের গর্ভনিং বড়ির সদস্য, ইছরাব আলী কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা এবং রেডক্রিসেন্টের আজীবন সদস্য ছিলেন।

সৈয়দ আবুল কাশেম মন্টুর পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দুআর আহ্বান জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.