Sylhet Today 24 PRINT

জিএসপি সুবিধা প্রাপ্তির জন্য রপ্তানিকারকদের অনলাইনে নিবন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশ থেকে বিদেশে নন টেক্সটাইল পণ্য রপ্তানির ক্ষেত্রে জিএসপি সুবিধা প্রাপ্তির জন্য রপ্তানিকারকদের অনুকূলে জিএসপি জারির কার্যক্রম এখন থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে।

রোববার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনলাইন সেবা প্রাপ্তির জন্য রপ্তানিকারকদের অবশ্যই রপ্তানি উন্নয়ন ব্যুরোতে নিবন্ধন করতে হবে। যেসব প্রতিষ্ঠানের নিবন্ধন নম্বর থাকবে না সেসব প্রতিষ্ঠান অনলাইন সেবা গ্রহণের জন্য আবেদন করতে পারবেন না এবং ঐসব প্রতিষ্ঠানকে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে কোন সেবা প্রদান করা হবে না মর্মে ব্যুরো থেকে অবহিত করা হয়েছে।

এমতাবস্থায় যেসব রপ্তানিকারকগণ এখনও রপ্তানি উন্নয়ন ব্যুরোর আওতায় আসেননি তাদেরকে জিএসপি সুবিধাসহ অন্যান্য সেবা প্রাপ্তির জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো, সিলেট কার্যালয়ে অতিসত্বর নিবন্ধনের জন্য সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আহবান জানানো যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.