Sylhet Today 24 PRINT

বিশ্ব শিশু দিবস উপলক্ষে সিলেটে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৮ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।  

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ অক্টোবর বিকেল ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ২ অক্টোবর বেলা পৌনে ৩টায় দেশের গান প্রতিযোগিতা, ৩ অক্টোবর সকাল ১০ টায় বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে শিশু সমাবেশ, মানববন্ধন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭ অক্টোবর বিকেল ৪ টায় সমাপনী অনুষ্ঠান, আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

চিত্রাঙ্কন ও দেশের গান প্রতিযোগিতায় ক বিভাগে শিশু থেকে ৩য় শ্রেণি, খ বিভাগে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি এবং গ বিভাগে ৭ম থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে।        

বিষয় বিবরণী: চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগ উন্মুক্ত, খ বিভাগে প্রাকৃতিক দৃশ্য ও গ বিভাগে গ্রাম্য মেলা। সময়-১ঘন্টা ২০মিনিট। দেশের গান প্রতিযোগিতায় শুধুমাত্র মেয়ে শিশুরা অংশ নিতে পারবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.