Sylhet Today 24 PRINT

আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে রোটারি

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ অক্টোবর, ২০১৮

রোটারি ইন্টারন্যাশনালের ডিষ্ট্রিক্ট-৩২৮২ এর গভর্নর দিলনাশীন মোহসেন বলেছেন, আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রোটারি। রোটারিয়ানরা তাদের কর্মের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করেছে। রোটারিয়ানরা নিজেদের উপার্জনের অর্থের একটি অংশ সমাজের অসহায় মানুষের কল্যাণে ব্যয় করে থাকেন। এসময় তিনি ক্লাবের সদস্যদের রোটারির বিভিন্ন কার্যক্রম ও অবদানের কথা তুলে ধরেন।

রোববার (৩০ সেপ্টেম্বর) রাতে নগরীর মিরবক্সটুলায় একটি অভিজাত রেস্টুরেন্টে রোটারি ক্লাব অব সিলেট ভ্যালী পরিদর্শণকালে প্রধান অতিথির বক্তব্যে দিলনাশীন মোহসেন একথাগুলো বলেন তিনি।  

এসময় ক্লাবের পক্ষ থেকে একজন দরিদ্র ব্যক্তিকে সেলাই মেশিন প্রদান করা হয়।

রোটারি ক্লাব অব সিলেট ভ্যালীর প্রেসিডেন্ট রোটারিয়ান পি.কে. দেবনাথের সভাপতিত্বে ও সেক্রেটারি ফজলুল কাদের পারভেজের পরিচালনায় উপস্থিত ছিলেন ডেপুটি ডিষ্ট্রিক্ট ট্রেইনার শামসুল হক দিপু ও আলী ওয়াসিকুজ্জামান, ড. জিয়াউর রহমান, দেওয়ান তামীম, ডা. হারুন, কাওসার আহমদ শাহীন, তাহমিদা আক্তার চৌধুরী, জিল্লুর রহমান, সাজেদ বাপ্পী, শওকতুর রহমান, জামিল আক্তার চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.