Sylhet Today 24 PRINT

আলোকচিত্রী শহিদুলের মুক্তির দাবিতে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০১৮

আলোকচিত্রী শহিদুল আলম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলামসহ ছাত্র আন্দোলনে আটককৃতদের মুক্তি এবং নাগরিক অধিকার হরণকারী সকল আইন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজারের প্রগতিশীল কয়েকটি সংগঠন।

বুধবার (৩ অক্টোবর) বিকেলে শহরের চৌমোহনা চত্বরে এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস।


সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজের সাধারণ সম্পাদক বিশ্বজিত নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী ইমু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক দেব, সহ সভাপতি সুমন কান্তি দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজের সভাপতি রেহনুমা রুবাঈয়াত, বাসদ (মার্ক্সবাদী) জেলা সংগঠক অনিক চন্দ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের স্বর্ণালী দাস টুম্পা।

এসময় বক্তারা মুক্ত গণমাধ্যম, নাগরিক অধিকার, বাক স্বাধীনতা পরিপন্থী কালাকানুন বাতিলের জন্য সরকারের প্রতি আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.