Sylhet Today 24 PRINT

সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৫ অক্টোবর, ২০১৮

লায়ন্স প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডাক্তার আজিজুর রহমান বলেছেন, বৃক্ষ বাঁচায় প্রাণ। বৃক্ষ আমাদের পরম বন্ধু। ভূমিক্ষয় সহ নানা সমস্যা থেকে উত্তরণের উপায় হচ্ছে বৃক্ষরোপণ। বর্তমানে ফলজ বনজ বৃক্ষ চারা রোপণের প্রয়োজন। মানুষের জীবন বাচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
 
অক্টোবর সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষে লায়ন্স ক্লাব অব কুশিয়ারার উদ্যোগে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

শুক্রবার (৫ অক্টোবর) বিকেলে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন জহির বকত, লায়ন হারুন আল রশিদ দিপু, লায়ন সামসুল আলম খান সাজু, লায়ন ওয়াহিদুজ্জামান ভুট্টো, লায়ন মাছুম আহমদ, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন মেহেদী কাবুল, লায়ন অজিত কুমার ভট্টাচার্য, লায়ন ফয়েজ আহমদ চৌধুরী রিপন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.