Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৩ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করেন।

ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মুহাম্মদ সাঈদ উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া শফি, সহসভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন, কমলগঞ্জ ইসলামী একাডেমির অধ্যক্ষ মো. মাসুক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শংকর লাল সাহা, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ ইব্রাহীম মোহাম্মদ আব্দুহু, পৌর সুজন সম্পাদক রাসেল হাসান বক্ত

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার এসএডিপি মো. মনজুরে এলাহী মিয়াজী, ইসলামী ব্যাংকের এজেন্ট সেলিম কনস্ট্রাকশনের প্রোপাইটার মো. সেলিম মিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার সিনিয়র ফিল্ড অফিসার মো. সাব্বির আহাম্মদ মৃধা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভানুগাছ চৌমুহনা জামে মসজিদের খতিব হাফিজ মো. আব্দুস সালাম।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদসহ অতিথিরা ফিতা কেটে ভানুগাছ বাজারের স্টেশন রোডে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কমলগঞ্জ আউটলেটের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার জন্য আধুনিক ব্যাংকিং জগতে ইসলামী ব্যাংকের নতুন নতুন সেবা কার্যক্রমের একটি অংশ হলো এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিংয়ের মত আধুনিক ব্যাংকিং পদ্ধতি গ্রহণ করায় তিনি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি ইসলামী ব্যাংকের সেবা গ্রহণ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.