Sylhet Today 24 PRINT

খাদিমনগর বাগানে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ অক্টোবর, ২০১৮

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে খাদিম চা-বাগানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) সকাল ১০টায় এ সভার আয়োজন করা হয়।

রত্না বসাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা বিশিষ্ট শ্রমিক নেতা আবু জাফর, ছাত্রনেতা সঞ্জয় শর্মা। চা-বাগান শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন রহিমা বেগম, লক্ষিন্দর গোয়ালা, শ্যামলি, টুনটুনি গোয়ালা, আপন ছত্রি প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান ঘোষিত দৈনিক ১০২ টাকা মজুরি কোনভাবে চা শ্রমিকের ন্যায্য মজুরি হতে পারে না। তাই চা শ্রমিকের ন্যায্য মজুরির আন্দোলনকে এগিয়ে নিতে হবে। বক্তারা চা শ্রমিকের মজুরি নির্ধারণের জন্য চা শ্রমিক মজুরি বোর্ড গঠনের দাবি জানান।

মতবিনিময় সভা শেষে লক্ষিন্দর গোয়ালাকে আহ্বায়ক, রহিমা বেগমকে যুগ্ম আহ্বায়ক ও রত্না বসাককে সাধারণ সম্পাদক করে খাদিম চা-বাগানে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.