Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ অক্টোবর, ২০১৮

বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) এর উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা সিলেটের দক্ষিণ সুরমায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোরব) সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও সেইপের সোশ্যাল মার্কেটিং অফিসার আরিফুল হকের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা পান্না, সহকারী কমিশনার (ভূমি) খালেদা বেগম রেখা।

সেইপের মনিটরিং ও মূল্যায়ন অফিসার এ কে মঞ্জুরুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত কর্মশালায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল মন্তাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফখরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহমদ আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. আহমদ আলী, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, কোষাধ্যক্ষ এম.এ খালিক, সৈয়দ কুতুব জালাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুবল চন্দ্র পাল, সূচনা প্রকল্পের এফআইবিডিপি’র সাদিয়া। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম কারী আব্দুল বাসিত সেলিম।

কর্মশালায় বক্তারা বলেন, দেশে দক্ষ জনশক্তি তৈরি করতে বর্তমান সরকার সব ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশ থেকে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি দক্ষ মানব সম্পদ তৈরি হবে। দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই। দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করলে অল্প পুঁজিতে স্বাবলম্বী হওয়া সম্ভব। কারিগরি শিক্ষায় প্রশিক্ষণার্থীকে আত্মবিশ্বাসী হতে হবে। নিজে কিছু করার মনমানসিকতা তৈরি করতে হবে। তবেই নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও কিছু দেয়া সম্ভব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.