Sylhet Today 24 PRINT

শাহপরানে বাসদের সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ অক্টোবর, ২০১৮

সিলেটের শাহপরানে গণতন্ত্র-ভোটাধিকার রক্ষার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় শাহপরান গেইটে এ সমাবেশের আয়োজন করা হয়।

সদর উপজেলা বাসদ সমন্বয়ক শাহজান আহমদের সভাপতিত্বে ও সঞ্জয় শর্মার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয়ক পাপ্পু  চন্দ, শ্রমিক ফ্রন্ট জেলা সদস্য মামুন বেপারি, ছাত্র ফ্রন্ট মহানগর নেতা অমৃত মোহন্ত প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, একাদশ সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তত বাড়ছে। বর্তমান সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের মহোৎসবে মেতে উঠেছে। দুর্নীতি-লুটপাটে অকুণ্ঠ নিমজ্জিত বর্তমান সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। তাই আবার ক্ষমতায় যেতে মরিয়া বর্তমান সরকার দেশকে সংঘাত ও সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে।

বক্তারা গণতন্ত্র-ভোটাধিকার রক্ষার সংগ্রামে সবাইকে এগিয়ে আসার এবং দেশকে সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে না দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.