Sylhet Today 24 PRINT

বাণিজ্যমেলায় এসএমই উদ্যোক্তাদের রেয়াতি হারে স্টল বরাদ্দ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ অক্টোবর, ২০১৮

সিলেটে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বাণিজ্যমেলায় স্থানীয় এসএমই উদ্যোক্তা, ঐতিহ্যবাহী পণ্য উৎপাদনকারী ক্ষুদ্র শিল্প ও আত্মনির্ভরশীল মহিলা উদ্যোক্তাদেরকে রেয়াতি হারে স্টল বরাদ্দ দেওয়া হবে।

বুধবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শাহী ঈদগাহ সদর উপজেলা মাঠে অনুষ্ঠিতব্য মাসব্যাপী সিলেট আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশগ্রহণে আগ্রহী স্থানীয় এসএমই উদ্যোক্তা, ঐতিহ্যবাহী পণ্য উৎপাদনকারী ক্ষুদ্র শিল্প ও আত্মনির্ভরশীল মহিলা উদ্যোক্তাদেরকে রেয়াতি হারে স্টল বরাদ্দ দেওয়া হবে (খাদ্যদ্রব্য উৎপাদনকারী ব্যক্তি/প্রতিষ্ঠান ব্যতীত)।

এ লক্ষ্যে উল্লেখিত ক্যাটাগরির উদ্যোক্তাগণকে ট্রেড লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ অতিসত্বর চেম্বার কার্যালয়ে সভাপতি বরাবরে আবেদনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ৭১৪৪০৩, ৭১৬০৬৯, ০১৭৯৪৪৯৯৬৮৪। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.