Sylhet Today 24 PRINT

বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সম্মেলন শনিবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ অক্টোবর, ২০১৮

আগামী ২৭ অক্টোবরের বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সম্মেলন সফলের লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৫ অক্টোবর)  দুপুরে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের আহবায়ক কামাল উদ্দিন রাসেলের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বাউল শিল্পী মুক্তার মাহমুদ এর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আরকুম শাহ শিল্পী গোষ্ঠির সভাপতি মুহিব আলী, বাউল বিরহী লাল মিয়া, রানু সরকার, সূর্য লাল দাশ, হেলাল খান, জুয়েল আহমদ, জি.এস বশর, ইকরাম উদ্দিন, জালালী পারভেজ, এখলাছুর রহমান আজাদ, সিতন বাবু, বিরহী রাজু, গীতিকার ইরন মিয়া, সংগীত অনুরাগী তছির আলী, আতাউর রহমান সানি, শাহাবুল আহমদ, আব্দুর রহিম, শিবলু পাগলা, মিনার আলী, জালালী হাবিব, শিল্পী দুঃখী শাহিন প্রমুখ। এছাড়াও সভায় সিলেট বিভাগের বাউল শিল্পীসহ সংগীত অনুরাগীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সিলেটের বিশিষ্ট সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ও সম্মেলন সফলে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাউল গান এদেশের সংগীত প্রিয় মানুষের আধ্যাত্মিক খোরাক। বাউল শিল্পীগণ মারফতি গানের মাধ্যমে মানুষের মূল্যবোধকে জাগ্রত করেন। বর্তমানে বাউল গানের নামে মাজার-মঞ্জিলে বেহায়াপনা সহ অপসংস্কৃতি ছড়িয়ে পড়ছে। এটা দুঃখজনক। প্রকৃত বাউলদেরকে আড়ালে রেখে যারা বাউল সেজে অপসংস্কৃতি করে যাচ্ছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাউলগানকে আগে অবস্থানে ফিরিয়ে আনতে সুস্থ সংস্কৃতির বিকল্প নেই বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।

২৭ অক্টোবর শনিবার সম্মেলন উপলক্ষে বেলা ১১টায় বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে নগরীতে র‌্যালি বের হবে। পরে সিলেট জেলা পরিষদ এর হল রুমে ১ম অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিকাল ৫টায় ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.