Sylhet Today 24 PRINT

ছাতকে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি |  ০৮ নভেম্বর, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে এফআইভিডিবি ও হারভেষ্ট প্লাসের উদ্যোগে জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৭২ চাষ ও উপকারিতা বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেলে নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রামের মাঠে এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষক আলী আহমদের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কে এম বদরুল হক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদ্ম মোহন সিংহ।

আরো বক্তব্য রাখেন- এফআইভিডিবির সিডিএসপি প্রজেক্ট ম্যানেজার জামাল হোসেন, মেডিকেল অফিসার ডা. নাইমুর রহমান খান, প্রোগ্রাম অফিসার এসএম মহি উদ্দিন খাজা, হোসেন আহমদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- এফআইভিডিবি-হারভেষ্ট প্লাসের প্রোগ্রাম অফিসার সৈয়দ রাকিব।

সভায় কৃষক মাঠ দিবসে জিংক সমৃদ্ধ ব্রি-৭২ ধান চাষ ও এর উপকারিতা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে রাজস্ব অর্থায়নে কৃষি বিভাগের উদ্যোগে একই মঞ্চে রোপা আমন ধানের কৃষক মাঠ দিবস ও অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.