Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ-২ আসনে গণতন্ত্রী পার্টির গুলজার আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল গণতন্ত্রী পার্টির সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক গুলজার আহমদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থী হিসেবে দলীয় সিদ্ধান্ত মোতাবেক মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

গুলজার আহমদ জানান, আমরা ভাটি বাংলার মানুষ। জল ও জমি এই দুটিকে অবলম্বন করেই জীবন-জীবিকার পথ খুঁজি। একমাত্র বোরো ফসলের উপর আমরা নির্ভরশীল। তাই হাওরপাড়ের সুবিধা বঞ্চিত মানুষের কথা বলতেই জাতীয় সংসদে যেতে চাই। আমি দীর্ঘদিন যাবত দিরাই-শাল্লার তৃণমূল মানুষের কাছে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনেছি। অত্র এলাকার মানুষ গতানুগতিক রাজনৈতিক ধারার পরিবর্তন চায়। গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে পরিবর্তনের ডাক দিয়ে দিরাই-শাল্লার সুবিধা বঞ্চিত মানুষের দাবী বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে পার্টির আহবানে এবারের নির্বাচনে আমি প্রার্থী হতে যাচ্ছি।

সুনামগঞ্জ-২ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়ে এই আসনটিতে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.