Sylhet Today 24 PRINT

সম-অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠায় নারীদের এগিয়ে আসতে হবে

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ নভেম্বর, ২০১৮

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি নারীনেত্রী সুপ্রিয়া ভট্টাচার্য বলেছেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রে মহিলাদের অসামান্য অবদানের জন্য বিশ্বসভ্যতা আজ বর্তমান রূপ পরিগ্রহ করেছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে সম-অধিকার ও সম-মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে নারীদের এগিয়ে আসতে হবে।  

শুক্রবার (১৬ নভেম্বর) দুপুরে নগরীর বন্দরবাজারের ব্রাহ্ম মন্দির মিলনায়তনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের জেলা আহবায়ক অ্যাডভোকেট বনানী দাশ ইভার সভাপতিত্বে ও জেলা যুগ্ম আহবায়ক অধ্যাপক বীণা সরকারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তী, সহ-সভাপতি গীতা বিশ্বাস, দপ্তর সম্পাদক মিনতি সরকার।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, কেন্দ্রীয় নেতা মলয় পুরকায়স্থ, কৃপেশ পাল, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ দেব, গোপিকা শ্যাম পুরকায়স্থ, অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, অ্যাডভোকেট সন্ধ্যা লক্ষ্মী দে, মাধুরী গুন, রানী চক্রবর্তী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.