Sylhet Today 24 PRINT

ইংরেজি ত্রৈমাসিক ‘দ্যা ফিনিক্স’ প্রকাশিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ নভেম্বর, ২০১৮

ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দ্যা ফিনিক্স’ এর নভেম্বর সংখ্যা প্রকাশিত হয়েছে। চলতি সংখ্যাটি ম্যাগাজিনের দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা।

বর্তমান সংখ্যায় দেশের প্রথিতযশা ইংরেজি শিক্ষক ও কথা সাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের সাক্ষাৎকার সহ দেশে-বিদেশের মোট ১৫ জন লেখকের লেখা প্রকাশিত হয়েছে।

‘দ্যা ফিনিক্স’ এর সম্পাদক প্রণব কান্তি দেব জানান চলতি সংখ্যায় ইংরেজি ভাষা শিক্ষণ ও শিক্ষকতার বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ রয়েছে। এছাড়া আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটির পিএসডি ফেলো আতিয়া রসুল, ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের স্পেশালিষ্ট মাসুম বিল্লাহ, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক সুস্মিতা রাণী, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষক ইসমত আরা চৌধুরী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিলেট এর শিক্ষক সিগ্ধা দাস, কিডস ক্যাম্পাস এর অধ্যক্ষ শমসাদ বেগম, ‘দ্যা ফিনিক্স’ এর সহকারী সম্পাদক সুলতান আহমদ সহ একঝাক নবীন লেখকদের লেখা এ সংখ্যায় স্থান পেয়েছে। সোমবার থেকে ম্যাগাজিনটি বাজারে পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, ‘দ্যা ফিনিক্স’ গত এক বছর ধরে সিলেট সহ সারা দেশে ইংরেজি ভাষা চর্চাকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.