Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন রোটারি ক্লাবের সেমিনার অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ নভেম্বর, ২০১৮

পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী বলেছেন, রোটারি ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে রোটারিয়ানদের মাধ্যমে বিশ্ব সমঝোতা, সহমর্মিতা ও শান্তি স্থাপন করা। এজন্য রোটারি ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য উন্নয়নে এবং দারিদ্র বিমোচনে কার্যক্রম গ্রহণ করে থাকে। যাতে এর মাধ্যমে পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। রোটারি ফাউন্ডেশন বিশ্বের যে কোন স্থানে মানবতার সেবামূলক কার্যক্রম পরিচালনায় আর্থিক অনুদান প্রদান করে থাকে। সারাবিশ্ব ব্যাপী পোলিও নির্মূলে এবং শান্তি স্থাপনে ও রোটারি কাজ করে যাচ্ছে।

গতকাল আম্বরখানায় একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে রোটারি ফাউন্ডেশন সেমিনারে উপরোক্ত কথাগুলো বলেন।

ক্লাব প্রেসিডেন্ট মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপি এম নুরুল হক সোহেল, ডেপুটি গভর্নর মো. কবির উদ্দিন, ক্লাবের এ্যাসাইন এ্যাসিসটেন্ট গভর্নর রোটারিয়ান আজিজুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.