Sylhet Today 24 PRINT

মাহমুদ উস সামাদের মনোনয়ন লাভে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ নভেম্বর, ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভ করায় সিলেটের দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ-উল্লাসে মেতে উঠেন।

রোববার (২৫ নভেম্বর) সকালে দলীয় সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থী হিসাবে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি পাওয়ায় নির্বাচনী এলাকার নেতাকর্মীরা বিভিন্ন হাট-বাজারে, দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন।

নেতাকর্মীরা আওয়ামী লীগের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নির্বাচনী এলাকার জনগণকে সাথে নিয়ে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে জানান।
 
মাহমুদ উস সামাদ চৌধুরী বিগত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে ৯৭ হাজার ৫৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র শফি আহমদ চৌধুরী ৫৪ হাজার ৯৫৫ ভোট পান ও জাতীয় পার্টির আতিকুর রহমান ১৭ হাজার ৬৭৪ ভোট পান। নিকটতম প্রার্থীর চেয়ে মাহমুদ উস সামাদ চৌধুরী ৪২ হাজার ৬৩৮ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় মাহমুদ উস সামাদ চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন।

মাহমুদ উস সামাদ চৌধুরী সংসদ সদস্য হিসেব দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদের প্যানেল স্পীকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, নারী ও শিশু বিষয়ক জাতীয় কমিটির সদস্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যের দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়াও তিনি দীর্ঘ দিন ধরে সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.