Sylhet Today 24 PRINT

লোক উৎসবে বাঘের শিন্নী পরিবেশন করেছে হাওরপারের ধামাইল

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ ডিসেম্বর, ২০১৮

মৃত্তিকায় মহাকাল আয়োজিত লোক উৎসবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্ত মঞ্চে গত শনিবার ১ ডিসেম্বর আইলাম্বর বা বাঘের শিন্নী পরিবেশন করেছে হাওরপারের ধামাইল (হাপাধা) বাংলাদেশ।

হাওরপারের ধামাইল (হাপাধা) বাংলাদেশের সাবেক সভাপতি সজল কান্তি সরকারের গ্রন্থনায় ও কবি অসীম সরকারের পরিচালনায় লোকজ সংস্কৃতির বিলুপ্ত প্রায় এই পালাটি পরিবেশন করেন প্রভাষক সুলেমান কবির, অর্ধেন্দু শেখর পাল, কুমুদ রঞ্জন তালুকদার সাগর, অসীম সরকার, সুমন পাল, প্রদ্যুৎ দাস, সুমন সরকার প্রমুখ।

সুপ্রাচীনকালে গারো পাহাড়, মেঘালয় পাহাড়ের পাদদেশ ভাটি অধ্যুষিত হাওরাঞ্চল ও এর আশপাশের অন্যান্য অঞ্চলে বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে এ ধারার প্রচলন হয়। লোকজ সংস্কৃতিকে ধারণ করতে নৃত্যগীতের মাধ্যমে আনন্দ উৎসব উদযাপনকল্পে গ্রামের রাখালদের বাঘের শিন্নী দল তৎপর ছিল। সেই হারিয়ে যাওয়া লোকশিল্পকে তুলে ধরা হল এ পালায়।

পালা শেষে উৎসব স্মারক গ্রহণ করেন হাওরপারের ধামাইল বাংলাদেশ এর সভাপতি বিনয় ভূষণ তালুকদার, সাধারণ সম্পাদক মনজুর মুহাম্মদসহ পালায় অংশগ্রহণকারী সদস্যবৃন্দ।

এ সময় সংগঠনের সহ সভাপতি কবি বিমান তালুকদার, সহ সম্পাদক এডভোকেট এস. কে. পাল, সিনিয়র সদস্য সংগঠন জাকির শাহ, মিল্টন তালুকদার, তমিশ্রা তিথিসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.