Sylhet Today 24 PRINT

সিলেট স্টেশন ক্লাবে ‘হাছন জানের রাজা’ মঞ্চস্থ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ ডিসেম্বর, ২০১৮

সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর উদ্যোগে সিলেট জেলার বিশ্বনাথের রামপাশা ও সুনামগঞ্জের লক্ষণশ্রী’র জমিদার, মরমী সাধক, লোকসংস্কৃতির প্রবাদ পুরুষ হাছন রাজার জীবন বৈচিত্র্য নিয়ে একুশে পদকপ্রাপ্ত স্থপতি শাকুর মজিদ রচিত ও অনন্ত হিরার নির্দেশনায় ঢাকার প্রাঙ্গণেমোর নাট্যদলের পরিবেশনায় নাটক ‘হাছন-জানের-রাজা’ মঞ্চস্থ হয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে সিলেট স্টেশন ক্লাব প্রাঙ্গণে এই নাটকটি মঞ্চস্থ হয়।

নাটক দেখতে আগত সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আহমদ, ক্লাব সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ক্লাব সদস্য সিলেটের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ক্লাব সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক প্রধান ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, নর্থইষ্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আতফুল হাই শিবলী, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুস, স্থপতি শাকুর মজিদ, অনন্ত হিরাসহ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাব প্রেসিডেন্ট।

অনুষ্ঠানের শুরুতে ক্লাবের নবাগত স্থায়ী সদস্য হুমায়ুন আহমদকে উত্তরীয়, ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ক্লাব প্রেসিডেন্ট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে ক্লাব পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট মো. জামাল ইয়াকুব, অর্থ ও উন্নয়ন বিভাগ শাহ মো. মোসাহিদ আলী এডভোকেট, সদস্য ব্যবস্থাপনা মোসাদ্দেক কোরেশী শামীম, সদস্য- ক্রীড়া বিভাগ ফজলে এলাহী চৌধুরী, সদস্য- সাংস্কৃতিক বিভাগ চম্পাকলি দে, সদস্য- আপ্যায়ন বিভাগ হারুন আল রশিদ দিপু সহ অনুষ্ঠানে ক্লাবের সদস্য ও পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বশেষে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.