Sylhet Today 24 PRINT

বিজয় দিবস উপলক্ষে শ্রুতি সিলেটের দুইদিনের অনুষ্ঠান

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ ডিসেম্বর, ২০১৮

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৫ এবং ১৬ ডিসেম্বর সাংস্কৃতিক সংগঠন শ্রুতি সিলেট আয়োজন করেছে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের।

আয়োজনের প্রথম দিন আগামী ১৫ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে ছান্দসিকের সহযোগিতায় আয়োজন করেছে " বীরাঙ্গনা কথা"। মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মার গবেষণা গ্রন্থ থেকে আবৃত্তি এবং পাঠ করবেন বাচিকশিল্পী  মুনিরা পারভীন। থাকবে "বীরাঙ্গনা কথা" প্রামাণ্য চিত্রের প্রদর্শন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী

আয়োজনের দ্বিতীয় দিন ১৬ ডিসেম্বর রোববার বিকেল ৫টা ২০মিনিটে শ্রুতির পুরানলেনস্থ কার্যালয় হতে আয়োজন করা হয়েছে শুভ শক্তির উন্মেষ লক্ষে আলোর মিছিল। আয়োজন মালায় থাকবে বিজয়ের কবিতা পাঠ, মুক্তিযুদ্ধের গল্প শোন এবং আলোর মিছিল। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ভবতোষ বর্মণ রানা, এসএমপির উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ।  

বিজয় দিবস উপলক্ষে দুইদিন ব্যাপী আয়োজনে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.