Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে বিজয় দিবস পালিত

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৬ ডিসেম্বর, ২০১৮

সিলেটের গোয়াইনঘাট যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বরের (রোববার) প্রথম প্রহরে উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পালের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জলিলের নেতৃত্বে থানা পুলিশ বিভাগ, কমান্ডার মো: আব্দুল হকের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।

পরে রোববার সকাল ১০টায় বিজয় দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক র‌্যালি অনুষ্ঠিত হয়।

এছাড়াও গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ে সহ বিভিন্ন বিদ্যাপীঠে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, বিকালে আলোচনা সভা, বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন গোয়াইনঘাট প্রতিটি কেন্দ্রে পতাকা উত্তোলন, প্রতিটি ইউপিতে আলোচনা র‌্যালি এবং উপজেলা পর্যায়ে আলোচনা র‌্যালি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.